বলিউড যাদের মনে রাখেনি, আজকের আলোচনায় আশুতোষ রানা - Benami Diary

Sunday, June 28, 2020

বলিউড যাদের মনে রাখেনি, আজকের আলোচনায় আশুতোষ রানা











Veer Chowdhury

সুশান্ত মারা যাওয়ার পরে ফেসবুকে একটা ট্রেন্ড তৈরী হয়। যাতে বেশ কিছু অভিনেতার ছবি দিয়ে লেখা হয়, এরাই আসল অভিনেতা। সেখানে প্রচুর অভিনেতার সাথে জায়গা পায় ভিক্রান্ত মেসি, পংকজ ত্রিপাঠি, জিতেন্দ্র কুমার ব্লাব্লাব্লা।

কিন্তু ফেসবুকের সেই ফ্রেমে এই ভদ্রলোকটি জায়গা পান না, ইভেন বলিউডের প্রথম সারির প্রোডাকশন হাউজেও জায়গা পান নি কোনোদিনও, কিন্তু তাও এই ভদ্রলোকটি বলিউডকে উপহার দিয়েছে "দুশমন এর গোকুল পন্ডিত" আর "সংঘর্ষ এর লজ্জা শংকর পান্ডে" চরিত্রদুটো। যা খান ব্রাদার্স বা নেপো ইন্ড্রাস্ট্রি তো অনেক দূর এখনকার আন্ডাররেটেডরাও করতে দুবার ভাববে। যারা নব্বই দশকের এই দুটি ফিল্ম দেখোনি তাদের কাছে এই ভদ্রলোক হিন্দি ফিল্মের একজন নরম্যাল ভিলেইন হয়েই থেকে যাবে।

যাকে বলিউড তো দূর সোশ্যাল মিডিয়াও সেরার সেরা অভিনেতা তকমা লাগায় নি কোনোদিনও।
কিন্তু এই ভদ্রলোক আশ্চর্য ভাবে দুবার জাতীয় পুরস্কার পেয়েছেন। দুবারই ওই দুটো চরিত্রে অভিনয়ের জন্যে। ৯০ দশকের বহু ফিল্ম রিমেক হয়েছে ভবিষ্যতেও হয়ত হবে, কিন্তু দুশমন বা সংঘর্ষ এর রিমেক এখনো অব্দি কেউ ভাবেও নি।

কারন ওই চরিত্রে এই ভদ্রলোক অর্থাৎ আশুতোষ রানার বিকল্প পাওয়া খুবই মুশকিল।


No comments:

Post a Comment