কোয়ারণটাইন - Benami Diary

Thursday, March 26, 2020

কোয়ারণটাইন

সকালে উঠে বাড়ির চারপাসটায় অদ্ভুৎ নিস্তব্ধতা। ঠিক সায়েন্স ফিকশনে পড়া ঘটনাগুলোর মতো। কিন্তু তাতে বেড়াল কুকুর গুলোর খুব মজা। ওদের রাস্তা দেখে পেরোতে হচ্ছেনা। কাঠবেড়ালী গুলো তরতর করে নেমে এদিক ওদিক চলে যাচ্ছে। আর আমরা বাড়িতে বন্দি হয়ে রয়েছি। সত্যি বলছি মজা আসছে। হয়ত কয়েকদিন পর আমাদের বেড়ালটাও রাস্তায় বেরিয়ে এরম ঘুরে বেড়াবে। সবথেকে বড় কথা ওরা হয়ত কদিন পর জানালার ফাঁক দিয়ে আমাদের দেখবে বাইরে থেকে, আর আমরা মুখ বাড়িয়ে বসে থাকব কবে একটু বেরোতে পারব। একেবারেই চিড়িয়াখানার মতন মানুষখানা। বাচ্চা কাচ্চা নিয়ে ওরা ঘুরে ঘুরে দেখবে। বাবা মারা বাচ্চাদের দেখাবে, "ওই দেখ, ওই বউটা আমার গায়ে গরম জল ছুঁড়ে মেরেছিল"। কোনো কুকুরী হয়ত তার সদ্য একা চলতে শেখা বাচ্চাকে বলবে, "ওই লাল জামা পড়া লোকটা মোটর সাইকেল নিয়ে তোর ছোট ভাইটাকে পিষে দিয়েছিল"। কিন্তু ওরা মানুষ নয়, তাই বাইরে থেকে আমাদের দেখে ঢিল ছুড়বেনা, ভেংচি কাটবেনা। আমরা বন্দি হয়ে থাকব, আর ওরা উপভোগ করবে পৃথিবীটা। যে পৃথিবীতে ওদেরও সমান অধিকার আছে। আমি বাড়িতে মাছের ঝোল খেয়ে ভাবব আরামে আছি। ওরাও চারিদিকে ঘুরে বেড়ায়ে আনন্দে থাকবে। পুরো ব্যাপারটাই একদম Vice Versa হয়ে যাবে। ঠিক যেন Poetic Justice। না এটা কল্প কাহিনী নয়, তাই এখানেই শেষ নয়। আবার একদিন থামবে মহামারী, আবার মানুষ ঘরের বাইরে বেরোবে। তারপর, যেটা গত পরশু অবধি করেছি আমরা সেটাই করে বেড়াবো

©️ Avi Nandan

No comments:

Post a Comment