টুম্পা এবং...... - Benami Diary

Saturday, March 7, 2020

টুম্পা এবং......

আমি জাতিতে টুম্পা। মানে টুম্পা। কলকাতার রাস্তাঘাটে স্টেশনে দোকানে মানুষ এই নামেই ডাকে। মানে একাকে নয় এরম আরও লাখখানেক লোককে। টুম্পা চেনার উপায় কি? জল ঢেলে মুড়ি খাবে, উদ্ভট ভাষায় কথা বলবে ইত্যাদি ইত্যাদি। আর হ্যাঁ বাড়ি ফেরার সময় ছেলে মেয়েদের জন্য ফুটপাথের ধার থেকে কয়েকটা জামা কাপড়, ধর্মতলার সস্তার আপেল কমলালেবু কিনে বাড়ি ফিরবে। এরা টুম্পা। দেখলেই বোঝা যায়। জামা কাপড় পরা হাঁটাচলা সবেতেই এই গুণগুলো একদম মেন্ডেলের মটরদানা বা গিনিপিগ থাকা গানগুলোর মতই প্রকট। এরা না জানে কার্টসি না জানে কালচার। কলকাতা হাওড়ার বাবু সুবোদের পাশে তো দূরের কথা এদের দুরেও কোন তুলনা আসেনা। কলকাতার সংস্কৃতি মনস্ক মানুষজন কোথায় আর কোথায় মেদিনীপুরের এইসব পাবলিক। সত্যি। যাদবপুর থেকে মাধবপুর প্রতিবছর এই আনকালচার্ড কত টুম্পাযে সামাজিক র‍্যাগিংএর শিকার তার কোন হিসেব নেই। এরা অনেক কিছুই জানেনা, এরা নিউ ইয়ার পার্টি করতে জানেনা, দুর্গাপূজায় ঘুরতে জানেনা দোলে রবীন্দ্রভারতী বা শান্তিনিকেতন যেতে জানেনা। এই টুম্পাদের ছেলেমেয়েরা নিউ ইয়ারে পাশে থাকা যুবতীর হাত ধরে টানতে জানেনা, বসন্ত উৎসবের নামে শান্তিনিকেতন গিয়ে মাতলামি করতে জানেনা আর পিঠে লেখা বা ছাপার অযোগ্য ভাষায় লিখে অশ্লীলতা করতে জানেনা। তাই আমরা না হয় ওই অশ্লীল কালচার থেকে একটু দূরেই এরম আনকালচার্ড ই থাকি। জয় শালীন ভদ্র শিক্ষিত রুচিশীল বাঙালির জয়।

Proud to be a TUMPA......

©️ Avi Nandan

No comments:

Post a Comment