শিক্ষক দিবস - Benami Diary

Tuesday, September 4, 2018

শিক্ষক দিবস

বিষয় শিক্ষক দিবস।
অনেকেই বলেন যে ইস্যু ছাড়া নাকী উঠতি ছোকরাদের হাত থেকে বিপ্লবী লেখা বেরোয়না।আসলে কী বলুন তো ঠিক ঠাক এন্থু না পেলে যে লেখা বেরেয় তাকে ঠিক পাতে দেওয়া যায়না। এ হ্যাঁ ঠিক কী যেন নিয়ে কথা হচ্ছিল? শিক্ষক দিবস। তা শিক্ষক দিবস মানেই তে সারা বছর যাদের গালমন্দ করব, যাদের সামনে দাঁড়িয়ে লজ্জা ছাড়ার মতে সিগারেট থেকে কীভাবে রিং দিয়ে ধুঁয়ো বের করা যায় দেখব আর ক্লাসে বা টিউশানে ঠিক যতটা অপমান বা বেকায়দায় ফেলা যায় ফেলব আর এই সেপ্টু মাসের ৫ তারিখে স্কুলে গীত-নৃত্য-ফুলের তোড়া সহযোগে হাসি মুখে পেন্নাম করব আর টিউশানে একখান দর্শনীয় গিফট ( যা অধিকাংশ সময়ই অকাজের ঢেঁকি হয়) দেব। অতঃপর স্যার ভালো কীছু খাওয়ালোনা,  শালা কীপটে মাস্টার,  দেখলি কেমন সস্তায় মেরে দিলাম বলতে বলতে দিদির দেওয়া সবুজ সাথীর সাইকেলে চেপে হাওয়া হয়ে যাব।
ব্যাস এটুকুই তো?
শিক্ষক দিবসটা কী শুধুই পেশাগত শিক্ষক যারা হাতে ধরে শিক্ষা দিয়েছেন তাঁদের জন্যই? অথচ জীবনে এমন তো হাজার মানুষ রয়েছেন কেউ বড় কেউ বা ছোটো যাদের থেকে প্রতি নিয়ত আমরা শিক্ষা নেই । তাঁদের কী এই দিনটায় একটু সম্মান দেওয়া যায়না?  যে মানুষটা আমাকে হাত ধরে দাঁড়াতে শিখিয়েছে তার গুরুত্ব কোনো ভাবেই কী ম্যাথের অ্যালজেব্রা শেখানো মানুষটার চেয়ে কম?  নাকী টেন্স শেখানো ইংরিজির শিক্ষকের চেয়ে ওয়ার্ড বুক শেখানো মানুষটার গুরুত্ব কম?  নাকী যেই মানুষটার গুরুত্ব কম যিনি শত বিরূপ পরিস্থিতির মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে শেখান একটা তুলির আঁচড়ে তিনি কম।এই শিক্ষক দিবসের প্রাক্কালে সেই সব অনুচ্চারিত মানুষগুলো যাদের জন্য আজ আমি "আমি" তাঁদের জানাই প্রনাম।
আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ দুই শিক্ষক বাবা-মাকে জানাই প্রনাম. . . . . . .
আর বাকীরা,  হ্যাঁ তাঁরাও আছেন চিরকালের মতো পর্দার আড়ালে, তাঁদেরও সমপরিমান শ্রদ্ধা জানাই. . . . . . 🙏

No comments:

Post a Comment